যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে

0
365

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৬ টি ভেন্টিলেটর বরাদ্দ মিলেছে।

আরএমও আরিফ আহমেদ জানান, করোনা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। এছাড়া প্রতিদিন উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন। এমতাবস্থায় সরকারি এই হাসপাতালে আইসিইউ সেবা জরুরি হয়ে পড়ে। ফলে ১০ শয্যার আইসিইউ ওয়ার্ড করার জন্য ১০ টি ভেন্টিলেটর চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রনালয় ৬ টি ভেন্টিলেটর বরাদ্দ দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে সেগুলো হাসপাতালে পৌঁছাতে পারে। ট্রেনিংয়ের মাধ্যমে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের দক্ষ করে তোলা হবে। পরে জনবল চেয়ে মন্ত্রনালয়ে চাহিদাপত্র পাঠানো হবে। এই হাসপাতালে আইসিইউ সেবা চালু হলে যশোরবাসী এর সুবিধা ভোগ করতে পারবে। আইসিইউ সাপোর্টের জন্য রোগীদের খুলনা অথবা ঢাকা দৌঁড়াতে হবে না। তবে আরএমও জানান, নতুন ভেন্টিলেটর না দিয়ে ঢাকার নাক কান গলা ইনস্টিটিউটের মেরামতকৃত ভেন্টিলেটর বরাদ্দ দেয়ার কারণে একটু হতাশ হয়েছেন।