যশোর ২৫০ শয্যা হাসপাতালে চালু হলো আল্ট্রাসনো

0
273

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫ দিন বন্ধ থাকার পর আল্ট্রাসনো কার্যক্রম শুরু হয়েছে। এই তথ্য নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.দিলীপ কুমার রায় জানান, রেডিওলজিস্ট বিভাগের একমাত্র সিনিয়র কনসালটেন্ট ডা. সাজ্জাদ কামাল মারা যাওয়ার বিষয়টি অবগত করে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি পরিপত্র পাঠানো হয়েছে। এ বিভাগে হাসপাতালে আর কোনো চিকিৎসক নেই বলেও পত্রে উল্লেখ করে একজন রেডিওলজি পদায়নের অনুরোধ করা হয়।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছেন, গত ১৮ অক্টোবর রাতে হাসপাতালের রেডিওলজিস্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সাজ্জাদ কামাল অসুস্থ হয়ে পড়ে। পরে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। ৩১ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকের অভাবে ১৯ অক্টোবর থেকে আল্ট্রাসনো কার্যক্রম বন্ধ ছিলো। কর্তৃপক্ষের আশা ছিলো ডা. সাজ্জাদ কামাল সুস্থ হয়ে ফের কর্মে ফিরে আসবেন। কিন্তু তার মৃত্যুর পর বিকল্প ব্যবস্থায় আল্ট্রাসনো কার্যক্রম চালুর উদ্যোগ নেন কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে বিকল্প ব্যবস্থায় কানিজ ফাতেমা নামে একজন চিকিৎসককে এনে আল্ট্রাসনো কার্যক্রম শুরু করা হয়েছে। রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়।