যশোর ২৫ শতাধিক ইয়াবাসহ গ্রেফতার-৭

0
360

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি মডেল থানা,চাঁচড়া,পুরাতন কসবা ফাঁড়ি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা মাদকের বিরুদ্ধে আলাদা অভিযান চালিয়ে ২৫শ’ ৯৫পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ব্রজ পাটুলী গ্রামের আনছার গাজী ওরফে জোটের ছেলে জাহাঙ্গীর হোসেন,একই উপজেলার সোনাটিকারী গ্রামের জহুরুল ইসলাম গাজীর স্ত্রী রাজিয়া খাতুন,শহরের ২৫৬ ঘোপ নওয়াপাড়া রোড বর্তমানে ঘোপ নওয়াপাড়া রোডস্থ রিপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ধলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী,পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মাসুয়া গ্রামের বর্তমানে শহরের পুরাতন কসবা কাঠালতলা রায়পাড়া দারোগার বাগানের রুস্তম আলী মৃধার ছেলে মিন্টু মৃধা,বেজপাড়া আজিমাবাদ কলোনীর মৃত আকতার হোসেন ওরফে কসাই আকতারের ছেলে নাদিম হোসেন ওরফে ট্যাবলেট নাদিম,বারান্দীপাড়ার আকতারুজ্জামানের ছেলে জহিরুল ইসলাম,ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়া খোলা গ্রামের আবুল হোসেন শেখের ছেলে সুজন শেখ ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার মিঠাপুকুর গ্রামের সাইদুর রহমান তোতার ছেলে ইমন আলী ওরফে রুমান।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার বিকেল সোয়া ৫ টায় শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার ঢাকা রোড থেকে ইমন আলী ওরফে রুমানকে ১০পিস ইয়াবা,চাঁচড়া ফাঁড়ির সদস্যরা একই দিন বিকেল পৌনে ৫ টায় চাঁচড়া রায়পাড়া প্রাইমারী স্কুলের সামনে থেকে সুজন শেখকে ৫শ’ পিস,কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার দুপুর সাড়ে ১২ টায় শহরের মনিহার এলাকার হোটেল কনিকার সামনে থেকে জহিরুল ইসলামকে ১০পিস ইয়াবা,সকাল সাড়ে ১০ টায় শহরের আরএনরোড ঢাকা ব্যাংকের সামনে থেকে নাদিম হোসেন ওরফে ট্যাবলেট নাদিমকে ১০পিস,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল ১০ টা ৫০ মিনিটের সময় পুরাতন কসবা কাঠালতলা রায়পাড়া দারোগার বাগান থেকে পিন্টু মৃধাকে ১০পিস,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে ১০ টায় উপশহর পার্কের সামনে থেকে মোহাম্মদ আলীকে ৫৫পিস ইয়াবা ও চাঁচড়া ফাঁড়ির সদস্যরা শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট এলাকার লোকাল বাসস্ট্যান্ড এলাকায় পুরাতন স্যালোমেশিন নিয়ে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর হোসেন রাজিয়া খাতুনকে চ্যালেঞ্জ করার এক পর্যায় স্যালোমেশিনের মধ্য থেকে ২হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত রাজিয়া খাতুনের স্বামী ওই এলাকার মৃত রাজা উল্লাহ গাজীর ছেলে জহুরুল ইসলাম গাজী পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক ৭টি মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here