যশোর-৪ আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার মাঝি রনজিত রায়

0
744

অনুপম দে (বাঘারপাড়া) যশোর প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আবারো মনোনয়ন পেলেন রনজিত রায়।এ আসনে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার আস্থাভাজন রনজিত রায় নৌকা প্রতীক নিয়ে লড়বেন। আবারো নৌকা প্রতীক তুলে দিলেন ।আজ উৎসবমূখর পরিবেশে বাঘারপাড়া –অভয়নগরের ১৪ দলীয় মহাজোটের সর্বস্তরের নেতা কর্মীরা রঙ্গীন সাজে সেঁেজছে রনজিত রায়কে ফুলের বরনঢালা দিয়ে বরন করতে।বাধভাঙ্গা উচ্ছ্বাস সাধারণ কর্মীদের মাঝে। তৃনমুল নেতা কর্মীদের মুর্হমুহু করতালি ও নৌকা প্রতীকের স্লোগান। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তকে নির্বাচনী এলাকার তৃনমূল নেতাকর্মীরা স¦াগত জানিয়েছে। হাজারো গাড়ির বহর নিয়ে তৃণমুলের নেতাকর্মীরা যশোর অভিমুখে ছুটছে একপলক প্রানপ্রিয় নেতাকে দেখতে।সংসদীয় নির্বাচন ঘিরে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে সাধারন জনগনের মাঝে ব্যাপক কৌতুহল ছিল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার অওয়ামীলীগের প্রার্থী হলেন রনজিত রায়। রবিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে চুলচেরা বিশ্লেষন করে রনজিত রায়কে নৌকা প্রতীক তুলে দেন। নৌকা প্রতীক পেয়ে নির্বাচনী এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। কথা হয় রনজিত রায়ের সাথে ,এ সময় তিনি বলেন, কোন অভিমান,অভিযোগ বা পাল্টা অভিযোগের সময় নয়। প্রতীক এখন একটাই আর তা হচ্ছে নৌকা। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা জিতলে দেশ বাচঁবে, আমরা বাচঁবো।ফলে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here