যশোর ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার

0
199

নিজস্ব প্রতিবেদক : সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে। ভুলবশত অন্য নাম্বারে চলে যাওয়া ৩ জন ভুক্তভোগীর নগদ ও বিকাশের ৪৩ হাজার ২শ’ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।

একইসাথে অভয়নগর, কোতয়ালী ও চৌগাছা থানার হ্যাকিংকৃত ৪টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া কেশবপুর থানার নিখোঁজ এক কিশোরী এবং অভয়নগর থানার নিখোঁজ আরেক তরুণীকেও উদ্ধার করে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানায়, এপ্রিল মাসে সংঘটিত এসব অপরাধের প্রতিটি ঘটনায় স্ব স্ব থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী বা তাদের অভিভাবকরা। এসব ডায়েরির সূত্র ধরেই সেল অনুসন্ধান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়।