যশোর -৬, কেশবপুর আসনে মায়ের মৃত্যুতে উপ নির্বাচনে মনোনয়ন চাইবেন নওরীণ সাদেক

0
369

উৎপল দে,কেশবপুর : জাতীয় সংসদ নির্বাচনী আসন ৯০( যশোর -৬ আসনের) উপ-নির্বাচনে মা সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর তার শুণ্য আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন তার কন্যা নওরীণ সাদেক। শনিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেশবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইতোমধ্যে তিনি সংসদীয় এলাকার মানুষের সমর্থন আদায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছি ।ব্যাপক সাড়া পেয়েছি। তিনি তার বাবা সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এ এস এইচ কে সাদেক ও মা মরহুম ইসমাত আরা সাদেকের অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে কেশবপুকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্রাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংবাদিক দিলীপ মোদক, রুহুল কুদ্দুস, মশিয়ার রহমান , কে এম কবীর হোসেন, কামরুজ্জামান হোসেন সহ কেশবপুরের সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক , যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ইসমাত আরা সাদেক পুত্র তানভীর সাদেক, নোমান সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান । উল্লেখ্য গত ২১ জানুয়ারী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করেন।