যশোের বিদেশী পিস্তল ম্যাগজিন ও দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেফতার-২

0
427

বিশেষ প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১৪ ঘন্টা ব্যবধানে শার্শা ও যশোর সদরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ম্যাগজিন ও ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় একাধিক মামলার আসামী আরিকুল ইসলাম ও বিল্লা ঘোষকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও বিল্লা ঘোষ ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাত ১২ টা ২৫ মিনিটে শার্শা উপজেলার চটকা পোতা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে আরিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় পুলিশ গ্রেফতার করে। পরে তার দেখানো মতে উক্ত বাড়ির তার শয়ন কক্ষ হতে একটি আমেরিকার তৈরী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে। পুলিশ জানায,আরিকুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় ৭টি মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। সে আওয়ামীলীগের এক ক্ষমতাধর নেতার ছত্র ছায়ায় নানা অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়। অপর দিকে,উক্ত এসআই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ২১ মার্চ দুপুর ১ টা ২৫ মিনিটে যশোর চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে বিল্লা ঘোষকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা থানায় এবং ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here