যুদ্ধাপরাধী মামলার আসামী আমজাদ মোল্যার মামলাকে ইস্যু করে প্রতিনিয়ত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে

0
307

সাংবাদিক সম্মেলনে যশোরের বাঘারপাড়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের বাসিন্দা বন্দবিলা ইউপি’র সাবেক চেয়ারম্যান শওকত হোসেন অভিযোগ করেন, উক্ত গ্রামেই একটি ষড়যন্ত্রকারী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রামের ছোটখাট পরিবারিক ও সামাজিক ঘটনাকে পুঁজি করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন যুদ্ধাপরাধী মামলার আসামী ওই গ্রামের আমজাদ মোল্যার মামলাকে ইস্যু করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। প্রেমচারা গ্রামে গত প্রায় ২ মাস যাবত যে সব ঘটনা ঘটেছে তার সাথে যুদ্ধাপরাধী মামলার কোন সম্পর্ক নেই। এলাকার নিরপেক্ষ ছোট বড় প্রায় সকলেই এ ব্যাপারে অবগত আছেন। তিনি আরো বলেন, যাদের নেতৃত্বে আজ প্রেমচারা গ্রামের দু’জন অতিশয় বৃদ্ধ প্রতি হিংসার বলির শিকারে নৃশংসভাবে খুন হয়েছে, অনেকে আহত হয়েছে। সেই ষড়যন্ত্রকারী পরিবারটি আজ এলাকায় সর্ব দলীয় রাজনৈতিক পরিবার হিসাবে পরিচিত। শওকত হোসেন বলেন,তার সাথে ইউপি নির্বাচনে তিন বার হেরে যাওয়া প্রার্থী ষড়যন্ত্রকারী ওই গ্রামের রুস্তম মোল্যা মূল ধারার রাজনীতি বাদ দিয়ে সংস্কারপন্থী আওয়ামীলীগের সমর্থক। উক্ত ষড়যন্ত্রকারীদের আত্মীয় আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনানের কর্মকর্তা আব্দুর রাজ্জাক কে হাত করে সকল ঘটনার যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী কে হুমকী দেওয়া হচ্ছে বলে প্রচার করে। তারই ধারাবাহিকতায় ওই গ্রাম প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে শুধুমাত্র যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী এহিয়ারকে নিরাপত্তা দেওয়ার জন্য। সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত হোসেন আরো বলেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মামলাসহ সকল অপরাধের সুষ্ঠু বিচার ও অপরাধীদের শান্তি দাবি করি। কিন্তু কোন ষড়যন্ত্রকারী মহলের হীন স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্রের যেন আর কোন নিরীহ সাধারণ মানুষ শাস্তি না পাই। সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here