যুদ্ধের দ্বারপ্রান্তে গাজা, হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের

0
385

ম্যাগপাই নিউজ ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অবরুদ্ধ গাজা উপত্যকা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি ২০১৪ সালের যুদ্ধবিরতি মেনে চলতে হামাস এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় চলমান ‘মার্চ অব রিটার্ন’র ওপর ইসরায়েলের তাজা গুলি ব্যবহারের ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়ার দায়িত্ব রয়েছে। শিশু হত্যা এবং সুস্পষ্টভাবে চিহ্নিত সাংবাদিক ও নার্স হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক ও নার্সদের মৃত্যু অথবা আহত হওয়ার কোনো ভয় ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে।

পাশাপাশি তিনি হামাসকেও সংযম দেখানোর আহ্বান জানান। এছাড়া, গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডের বিষয়ে আবারও তদন্তের দাবি জানান জাতিসংঘ মহাসচিব। অ্যান্তোনিও গুতেরেসের এসব মন্তব্যের বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি ইসরায়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here