‘যেকোন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান’

0
436

ম্যাগপাই নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। সেই সাথে চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে এবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ হুঁশিয়ারি দিয়েছেন, যেকোন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ওমান সাগর ও পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপ সফরকালে তিনি আরও বলেন, ইরান শত্রুদের সব ধরণের তৎপরতা মনিটর করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘর্ষ নিরসনের চেষ্টা চালাচ্ছে।

ইরানের কমান্ডার গোলাম আলী রাশিদ বলেছেন, সশস্ত্র বাহিনী দৃঢ়তার সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং যেকোন ধরণের উসকানিমূলক তৎপরতা মোকাবেলা করবে।

তিনি জানান, ইরানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরের বিশেষ গুরুত্ব রয়েছে। এই ক্ষেত্রে ইরান তিনটি নীতি অনুসরণ করছে।

সেগুলো হলো- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বাইরের শক্তির যেকোন হস্তক্ষেপমূলক পদক্ষেপ দৃঢ়ভাবে মোকাবেলা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here