যেশাের মোটর সাইকেল বিক্রির কথা বলে নগদ দুই লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র

0
347

বিশেষ প্রতিনিধি : মোটর সাইকেল বিক্রির কথা বলে একটি প্রতারক চক্র এক ব্যক্তির কাছ থেকে নগদ ২লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী হচ্ছে, গোপালগঞ্জ জেলার বাসিন্দা আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৪জন।
যশোর শহরের কাজীপাড়া আমতলার মোড়ের মৃত আলহাজ আব্দুল আজিজ সরকারের ছেলে মহাসিন সরকার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছে, তার বাড়িতে র্দীঘ ৪/৫ বছর আনোয়ার হোসেন রাজ মিস্ত্রীর কাজ করেছিল। উক্ত কাজ করার সুবাদে পরিচয়ের কারনে গত ১২ এপ্রিল বিকেলে আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৪জন মহাসিন সরকারের বাড়িতে এসে কাজ আছে কিনা জানতে চাই। কাজ নাই জেনে চলে যায়। পরেরদিন বিকেলে পুনরায় আবার এসে জানান, তার ছোট ভাইয়ের একটি এফজেড মোটর সাইকেল বিক্রি করবে বলে জানায়। মহাসিন সরকার কেনার আগ্রহ প্রকাশ করে। পরের দিন ১৪ এপ্রিল দুপুর ২ টার পর মহাসিন সরকার বাড়ি হতে ২লাখ টাকা নিয়ে শহরের গরীব শাহ সড়কের ফাতেমা হাসপাতালের সামনে আসে। সেখানে আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১জন একটি পুরাতন এফজেড মোটর সাইকেল চালানোর জন্য দেয়। মহাসিন সরকার মোটর সাইকেলটি চালায়। তাদের কাছে মোটর সাইকেল ক্রয় বাবদ ২লাখ টাকা দেয়। এর মধ্যে আরো একটি মোটর সাইকেলে আরো দু’জন আসে। এর মাঝে আনোয়ার হোসেনের সাথে কথা বার্তা বলতে বলতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে কাজীপাড়া শেখ হার্ডওয়ার দোকানের সামনে যাওয়ার এক পর্যায় দুই মোটর সাইকেলে চারজন দ্রুত গতিতে পুলিশ লাইনের দিকে চলে যায়। পরবর্তীতে আনোয়ার হোসেনের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here