রবিবারের হরতাল সফল করতে যশোরে বিক্ষোভ মিছিল

0
315

বিশেষ প্রতিনিধি : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবারের হরতাল সফল করতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। এছাড়া শহরে মাইকিং করে হরতাল সফল করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানানো হয়েছে।
শনিবার বিকালে শহরের টাউন হল ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন জোটটির নেতাকর্মীরা। মিছিলটি চিত্রা মোড়, বড়বাজার হয়ে চৌরাস্তা দিয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়।
মিছিলটি চিত্রা মোড়ে পৌঁছুলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের যশোরের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক শাহজাহান আলী।
সম্প্রতি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। যাকে অযৌতিক দাবি করে রবিবার সারাদেশে হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
জোটটির দাবি, গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই রবিবারের হরতাল সফল করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানানো হয়। ইতোমধ্যে হরতালে বিএনপি তাদের সমর্থন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here