“রমজানের শুরুতেই শার্শার হাটবাজারে কাঁচামালের দাম ক্রেতার নাগালের বাইরে”

0
418

আরিফুজ্জামান আরিফ : পবিত্র রমজান মাস পড়ার সাথে সাথে শার্শা উপজেলার সবক’টি হাট বাজারে কাঁচামাল সহ রোজাদারদের নিত্য প্রয়োজনীয় সব জিনিষপত্রের দাম দুইগুন থেকে তিনগুন পর্যন্ত বেড়ে গেছে।এক লাফেই এসকল পন্যের দাম বেড়ে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

শনিবার বাগআঁচড়া সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, রমজানের আগের দিন পর্যন্ত যে কলা বিক্রি হয়েছে ২৫ টাকা তা এখন ৪০ টাকা,২০ টাকার বেগুন ৪০ টাকা,পুর্বের ১৫ টাকার পটল ৩৫ /৪০ টাকা,ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, আগে এর দামছিল ১৫ টাকা,১৫ টাকার বরবটি এখন ৩০টাকা,কাঁচামরিচ ৭০/৮০টাকা। পুর্বে যে আদা বিক্রি হতো ৬০ টাকা তার এখন ১২০ টাকা।শশার দাম তিনগুন বেড়েছে, ২০ টাকার শশা এখন ৬০ টাকায় কিনতে হচ্ছে রোজাদারদের।কচুর মুখি ৩০টাকা থেকে ৬০টাকা।পাকাকলা ৬০ টাকা, আখের পাটালী ৮০ টাকা।গ্রামাঞ্চলে ইফতার সামগ্রীরও দাম বেশি।এঢ়াড়া রোজাদারের নিত্যকার জিনিসের দাম খেটে খাওয়া মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। মাছ ও মাংসের বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে বাগআঁচড়া বাজারের কাচামাল ব্যবসায়ী মেহেদি হাসান জানান, কাঁচামালের আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছে।আড়তদারের কথা অতি বৃষ্টির কারনে তরকারির উৎপাদন কম,যে কারনে দাম বাড়িয়ে দিয়েছে চাষীরা। চাষীদের কথা ক্ষেতে গিয়ে ফড়িয়ারা যেদাম বলছে সেদামেই বিক্রি করি আমরা।কেউ কোন দোষ ঘাড়ে রাখছেনা।এ যেনো সবদোষ ক্রেতাদের।ক্রেতারা কিনছে কেন?

সাধারন ক্রেতাদের অভিযোগ বাজারে মনিটারিং ব্যাবস্তা না থাকার কারনে ব্যাবসায়ীরা ইচ্ছা মত জিনিসের দাম বাড়িয়ে চলেছে। তাছাড়া বাজারে মূল্য তালিকার চাট।ফলে যা হওয়ার তই হচ্ছে।

সচেতনমহল এ ব্যাপারে প্রশাসনের মনিটরিং এর পাশাপাশি আশু জরুরী কার্যকারী ব্যাবস্হা গ্রহনের দাবী জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here