রমজানে মুসলিম উম্মাহ’র প্রতি খালেদা জিয়ার শুভেচ্ছা

0
467

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ারমজানের শুরুতে মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান। এর আগে বিকালে নিজের টুইটার অ্যাকাউন্টে মুসলিম উম্মাহর প্রতি অভিনন্দন জানান চেয়ারপারসন। ওই টুইট বার্তায় মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা বাণীতে খালেদা জিয়া বলেন, ‘রহমতের সওগাত নিয়ে সমাগত পবিত্র রমজানের প্রারম্ভে আসুন আমরা মুনাজাত করি, হক, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়ণতা বিজয়ী হোক।’

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাত’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্যদিয়ে আল্লাহ’র নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। হিংসা, বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।’

বাণীতে খালেদা জিয়া আরও বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’এদিকে আলাদা এক বানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টিচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।’

খালেদা জিয়ার ইফতার

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ‘প্রতি বছরের মতো এবারও দলের চেয়ারম্যান ইফতার আয়োজন করবেন। রমজানে এতিম-উলামা-মাশায়েখ, কুটনীতিক, পেশাজীবী, রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন। রোজার প্রথম দিন এতিম-উলামা-মাশায়েখদের সন্মানে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এবং দ্বিতীয় দিন গুলশানের ওয়েস্টিন হোটেলে ঢাকায় অবস্থারত মুসলিম দেশসহ বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি।

শায়রুল কবির আরও জানান, আগামী ৩ জুন বিএনপির নেতা-কর্মী, ৪ জুন পেশাজীবী এবং ৫ জুন রাজনীতিবিদদের সন্মানে ইফতার পার্টি দিয়েছেন। এসব দিনে বিএনপি চেয়ারপারসন ইফতার করবেন বসুন্ধরা কনভেনশন সেন্টারে নবরাত্রি হলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here