রাজগঞ্জসহ বিভিন্ন বাজারে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবসা, দুর্ঘটনার আশংকা

0
663

উত্তম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জসহ বিভিন্ন হাট-বাজারের ছোট-খাটো দোকানে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আর এতে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা করছেন একাকাবাসি। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার রাজগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলের হাটবাজারের ছোট-বড় দোকানগুলোতে যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। সরকারের কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই এভাবে গ্যাস সিলিন্ডার বিকিকিনি করা হচ্ছে। এমনকি নেই কোন সুরক্ষা ব্যবস্থাও। অনেক গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের নেই কোন ট্রেড লাইসেন্স। আবার কেউ কেউ কোনরকম ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে এ ব্যবসা করে যাচ্ছেন। আর অনুমোদনহীন যত্রতত্র সিলিন্ডার ভর্তি গ্যাস বিকিকিনির ফলে ছোট-বড় দূর্ঘটনাও ঘটছে। নেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিংবা বিষ্ফোরক অধিদপ্তরের অনুমোদন।
সরেজমিনে আরো দেখা যায়- মাছের খাবার দোকান,পান-সিগারেটের দোকান, মুদি, রড-সিমেন্ট, ইলেক্ট্রনিক্স বা ফ্লেক্সিলোডের দোকান, প্লাস্টিক মালামালের দোকান, টিভি ফ্রিজের শো-রুমসহ বিভিন্ন দোকানে যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এমনকি খুচরা পেট্রোল-ডিজেল বিক্রির দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। মাঠ পর্যায়ের এই সব দোকানে ১০/১৫ টা থেকে শুরু করে শতাধিক পরিমাণ সিলিন্ডার থাকে। আর নছিমন-করিমন, আলমসাধু, মিনি ট্রাকসহ অন্যান্য যানবাহনে আনা নেয়ার ক্ষেত্রেও অত্যন্ত অসাবধানতা লক্ষ্য করা যায়। এছাড়া বাসাবাড়ি ও হোটেল-রেস্টুরেন্টে এখন হরাহামেশা গ্যাসের চুলায় রান্না-বান্নার কাজ চলছে। ফলে ভোক্তারা হাতের নাগালে গ্যাসের সিলিন্ডার পেয়ে খুশি। তবে থেকে যাচ্ছে সেই আশংকা। সচেতন মহল মনে করছেন গ্যাস সিলিন্ডার যেমন প্রয়োজন তেমনি জীবনের নিরাপত্তাও প্রয়োজন। সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here