রাজগঞ্জের ঝাঁপায় পাকা রাস্তা করণে দূর্নীতি ও অনিময়ের বিরুদ্ধে মানববন্ধন

0
399

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস : রাজগঞ্জে পাকা রাস্তা করণে দূর্নীতি ও অনিময়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী৷
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা আলীম মাদ্রাসা(বাস্ততলা)মোড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা হতে দুপুর সাড়ে বারোটা প্রর্যন্ত এ কর্মসুচি পালিত হয়েছে৷
এতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে৷ মানববন্ধনে বক্তারা বলেন, ঝাঁপা আলীম মাদ্রাসা মোড় হতে ঝাঁপা গুরুচরন ঘাট প্রর্যন্ত প্রাই তিন কিলোমিটার রাস্তা পাঁকা করণে ইট,বালী,খোয়া নিম্নমানের ও ৩০-৪০ দিনের মধ্য রাস্তায় ফাটল,খোয়াউঠে যাওয়াসহ রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিময় করা হয়েছে৷ দ্রুত সময়ের মধ্য রাস্তাটি পুনঃসংস্কারের জন্য দাবী জানান৷ বক্তারা আরও বলেন, ইতি মধ্য রাস্তাটি পুনঃসংস্কারের জন্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য,প্রধান প্রকৌশল অধিদপ্তর আগারগাঁ,ঢাকা,নির্বাহী প্রকৌশলী এল.জি.ই.ডি যশোরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ এ সময় উপস্থিত ছিলেন,আ’লীগনেতা প্রভাষক মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন,আঃ কাদের বিশ্বাস, আঃ খালেক সরদার,আ’লীগনেত্রী ফিরোজা বেগম,রোকুনুজ্জামান,আবুল হোসেনসহ স্থানীয় সুধীজন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here