রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদে গণ সংলাপে ইউপি চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারা

0
456

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : ইউনিয়ন পরিষদের সেবা প্রাপ্তি নিয়ে রাজগঞ্জে জনতার মুখোমুখি হয়েছেন ঝাঁপা ইউপি চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুরে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্প ঝাঁপা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্ল্যাহ শরিফী।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ৷ 
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কওসার আহমেদ, কৃষি কর্মকতা পলাশ সরকার, ভগিরত চন্দ্র, ব্রাকের সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের ম্যানেজার কামরুজ্জামান রিপন, আঞ্চলিক ব্যবস্থাপক আকছেদ আলী, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা৷
ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতাসহ কমিউনিটি ক্লিনিক সেবা এবং শিক্ষা সেবা নিয়ে এসময় ইউনিয়নবাসীর করা নানা প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মন্টুসহ উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here