রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত প্রথম ভাসমান সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে

0
391

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত প্রথম ভাসমান সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে৷জানিয়েছেন, দুর-দুরান্ত থেকে ভাসমান সেতু দেখতে আসা দর্শনার্থীরা৷দর্শনার্থীরা আরো জানান, সেতুর শুরু থেকে (রাজগঞ্জ মুখে) সেতুর দুই পাশের রেলিং নেই৷এর উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে মোটর সাইকেল ও বাই সাইকেল৷স্কুল, কলেজ ও মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা৷যে কোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা৷পানিতে পড়ে যেতে পারে কোমলমতি শিশুরা৷সেতু দেখতে আসা যশোরের বসুন্দিয়া এলাকার আফজাল হোসেন (৩৮) (চাকরীজিবী) তিনি পরিবারের চার সদস্য অর্থাৎ স্ত্রী আঞ্জুয়ারা বেগম (২৫), ছেলে রাফি (৬) ও মেয়ে সুরাইয়া (৩ বছর ৬ মাস) অফিসের কাজের ফাঁকে বুধবার এসেছেন দেশের প্রথম বৃহত্তম ভাসমান সেতু দেখতে৷কিন্তু এসেই দেখে সেতুর কিছু অংশে দুই পাশেই রেলিং নেই৷তারপর সেতুর উপর উঠলে দোল খাচ্ছে এবং বিকট শব্দের সৃষ্টি হচ্ছে৷মনে হচ্ছে এই বুঝি ভেংগে পড়লো৷ফলে দর্শনঅর্থীদের মাঝে বিরাজ করছে৷পাইকগাছা থেকে আসা আরেক দর্শনার্থী তোফাজ্জেল হোসেন (৪৫) জানালেন, সেতুর অবস্থা যেরকম মনে করেছিলাম, সেরাম না৷বিদ্যুৎ লাইনের তার এলোমেলো৷সেখানেও রয়েছে ঝুকি৷
এব্যাপারে সেতুর রাজগঞ্জ মুখে টোল আদায়কারী অসোক জানান, এখানে রেলিং দেওয়ার কোনো পরিকল্পনা নেই৷সেতু বাস্তবায়ন পরিষদের সম্পাদক মাস্টার আসাদুজ্জামান জানান, এখানে রেলিং দেওয়া লাগবে না৷পানি কমে গেলে আবার সরাতে হবে এজন্য এখানে রেলিংয়ের প্রয়োজন নেই৷কিন্তু এসব কথা মানতে নারাজ দর্শনার্থীরা৷ তারা বলছেন, রেলিং না থাকলে যেকোনো সময় পড়ে যেতে পারি৷ তাতে বড় ধরণের ক্ষতিও হতে পারে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here