রাজগঞ্জের ঝাঁপা বাওড়ে আলোচিত ভাসমান সেতুর আঁধা কিলোমিটার ব্যবধানে আরো একটি থ্রিলেইন ভাসমান সেতু’র কাজ শুরু

0
746

উত্তম চক্রবর্ত্তী : আর নৌকায় নয়, এবার যাব পায়ে হেঁটে, না হয় গাড়িতে চড়ে পিতৃ পুরুষের শত শত বছরের এমন আশা আখাঙ্কা পুরন করতে উঠে পড়ে লেগেছে ঝাঁপা গ্রামের আরো কয়েক যুবক। তারা রাজগঞ্জ বাজার সংলগ্ন বাওড়ে দৃশ্যমান সেই দীর্ঘতম ভাসমান সেতুর আঁধা কিলোমিটার দক্ষিনে গুরু পাটনি খেয়াঘাটে নিজস্ব অর্থয়ানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আরো একটি থ্রিলেইন ভাসমান সেতু তৈরীর কাজ শুরু করেছে। গত সোমবার বিকালে সরেজমিনে দেখা গেছে, ঐ খেয়া ঘাটের ঝাঁপা গ্রাম পাড়ে শত শত মন লোহার এ্যাংগেল, লোহার পাত, লোহার সীট ও হাজার উর্ধ্যে বড় বড় প্লাষ্টিকের ব্যারেল পড়ে আছে। পাশে আছে জোড় করা বিশ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট থ্রিলেইনের অনেক গুলি পার্ট। ্একটি থ্রিলেইনের বিশ ফুটে পার্টে লাগানো প্লাষ্টিকের ব্যারেল যা পানিতে ভাসছে। এক স্থানে চলছে কয়েকজন দক্ষ হোল্ডিং মিস্ত্রী দ্বারা এ্যাংগেল ও সীট জোড়াতালির কাজ। চলছে ২শ ফুট দৈর্ঘ্যের ঢালাই ব্রীজের কাজ। ব্রীজে ১০ ফুট অন্তর অন্তর আর সি সি ঢালাই পিলার যার উচ্চতা ১২ ফিট থেকে ৭ ফিট পর্যন্ত ঢালু করা হয়েছে। ঐ পিলারের উপর সম্প্রতি কংক্রিট ঢালায়ের কাজ শেষ করে শতাধিক ফুট ঢালাই ব্রীজ তৈরী সম্পর্র্ন্ন হয়েছে। বাওড়ের অপর পাড়ে তিন লাইন কাঠের গুড়ে পুতে ১৫ ফুট প্রস্থ ও শতাধিক ফুট দৈর্ঘ্য রাস্তা করা শুরু করেছে। এ বিষয়ে কথা হয়, রাজগঞ্জ বাজারের নিউ হান্নান হোল্ডিং ওয়ার্কসপ এর হোল্ডিং মিস্ত্রী ও সেতু তৈরীর সুদক্ষ মিস্ত্রী জয়নাল আবেদীনের সাথে কথা হলে তিনি প্রতিধিকে জানান, আমরা ৪/৫ জন মিস্ত্রী সেতু তৈরীর নকঁসা মাফিক গত ২ মাস ধরে হোল্ডিং এর কাজ করছি। আজ পর্যন্ত ১০ শতাংশ হোল্ডিং এর কাজ সম্পর্ন্ন হয়েছে। তিনি আরো বলেন, এই পর্যন্ত ১৮/২০ টি ২০ ফুটে পার্ট তৈরী করা হয়েছে। যা পানির উপরে রাখা আছে এবং পরিক্ষা মূলক ভাবে একটি বিশ ফুটের পার্টে ব্যারেল সেট করে পানিতে ভাসানো হয়েছে। কথা হয় ভাসমান সেতু তৈরী কমিটির সভাপতি আব্দুল জলিলের সাথে, তিনি বলেন আমাদের খেয়াঘাটে একটি ভাসমান সেতু করার জন্য স্থানীয় যুবকদের মনে নাড়া দেয়। ফলে ২০১৮ সালের জানুয়ারী মাসের প্রথমে খেয়াঘাটে ভাসমান সেতু করার লক্ষে গন বৈঠকের আয়োজন করে। ঐ বৈঠকে ভাসমান সেতু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং কমিটি গঠন করা হয়। পরের মাস থেকেই শুরু হয় সেতু তৈরীর কাজ। পর্যন্ত সেতুর প্রায় ১০ ভাগ কাজ শেষ হয়েছে। তিনি আরো জানান, ১২ ফুট প্রস্থ ও প্রায় ১৪শ ফুট দৈর্ঘ্যে ভাসমান সেতুটির পূর্ন কাজ সম্পর্ন্ন করতে আরো ৩ থেকে ৪ মাস সময় লাগবে এবং দেড় কোটি টাকার উর্দ্ধে ব্যয় হবে। তিনি আরো বলেন, যেহেতু সেতুটির দুমাথার রাস্তা পাকা হওয়ায় সেতুটি উদ্বোধনের পর এলাকার জনগন ও ছোট খাট সকল যানবাহন অতিসহজে সব সময় চলাচল করতে পারবে। এ বিষয়ে ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, বাওড়ে একটি ভাসমান সেতু হওয়ায় যাতায়াতের সর্বচ্ছো সুযোগ সুবিধা হয়েছে। ইউনিয়ন সহ এলাকার যথেষ্ট উন্নয়ন হচ্ছে। যার কারনে বাওড়ে আরো একটি ভাসমান সেতু হলে কোন অসুবিধা নয়। বরং এলাকার আরোপ বেশি বেশি উন্নয়ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here