রাজগঞ্জের হাকিমপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে ভাগবত পাঠ আগামী শুক্রবার

0
1788

উত্তম চক্তবর্তী : প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় ঐতিহ্যবাহী যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাকিমপুর গোবিন্দ কুঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী বিগ্রহে ৫ তম বাৎসরিক প্রতিষ্ঠা উপলক্ষে ও পরলোকগত পূর্বসূরীদের আত্মার শন্তি কামনায় ভাগবত পাঠ ও বৈষ্ণব সেবা আগামী (বাংলা ৮ ই চৈত্র ও ইং ২৩ মার্চ শুক্রবার) অনুষ্ঠিত হবে ৷ উক্ত অনুষ্ঠানের দিন ভোর ৫ টায় ঠাকুর জাগরণ,সকাল ৯ টায় মঙ্গল আরতি ও পূজা অর্চনা,সকাল ১০ টায় ভাগবত পাঠ আরম্ভ,বিকাল ৩ টায় বৈষ্ণব সেবা ও প্রসাদ বিতরণ ৷ অনুষ্ঠানে ভাগবত অমৃত পরিবশনায় ভাগবত আর্চার্য্য করবেন- শ্রী মহন্ত ১০৮ শ্রীমৎ গোবিন্দ দাস বাবাজী মহারাজ (গৌতম) সিদ্ধ বাবা আশ্রম,গোবিন্দ কুন্ডু,বৃন্দাবন ৷ শ্রী নিতাই দাস (শ্রী নারায়ণ চন্দ্র গোস্বামী) সেবাচার্য্য,রাধা গোবিন্দ সেবাশ্রম,খড়িঞ্জী ৷ শ্রী ল অনন্ত লীলা ব্রক্ষচারী সেবাচার্য্য,বালিয়াডাঙ্গা দেবালয়,কেশবপুর ৷ নিতাই দাস(নিমাই দাসানুদাস),হাকোবা,মনিরামপুর ৷ গোবিন্দ সেবায়-দুলাল চন্দ্র দাস,মশ্বিমনগর ৷ অনুষ্ঠান পরিচালনা করবেন-সন্তোষ চন্দ্র দাস (ঘোষ),বায়সা কেশবপুর ৷ বিনয়বনত বৈষ্ণব পদরেনু প্রার্থী-নির্মল কুমার দাস (মন্ডল),শিপ্রা দাস (মন্ডল),বিমল কুমার দাস (মন্ডল),প্রতিমা দাস (মন্ডল) হাকিমপুর,মনিরামপুর,যশোর ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here