রাজগঞ্জে মানবাধিকার কর্মি আজিজুরকে মারপিট, গুরুতর আহত, মামলা দায়ের

0
492

উত্তম চক্তবর্তী :- যশোরেরে মণিরামপুর উপজেলার চালুয়াহাটীতে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে আজিজুর রহমান নামের এক মানবাধিকার কর্মিকে মারপিট করে আহত করেছে উপজেলার চালুয়াহাটী গ্রামের হাতেম আলী ফকিরের ছেলে শফিকুল ইসলাম৷ এঘটনায় মণিরামপুর থানায় মামলা করা হয়েছে৷
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলার চালুয়াহাটী গ্রামের আরিফ খাঁর ছেলে আজিজুর রহমান চালুয়াহাটী প্রাথমিক বিদ্যালয় মোড়ে শফিকুল ইসলামের নিকট পাওনা টাকা আদায়ের জন্য গেলে শফিকুল আজিজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায় হত্যার উদ্দেশ্যে তাঁর মাথা লক্ষ্য করে শফিকুল সাইকেলের লোহার চেইন দিয়ে মাথায় আঘাত করে৷ এতে আজিজুর তাঁর মাথা কেটে গুরুতর জখম হয়৷ সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে গেলে শফিকুল এলোপাতাড়ি মারপিট করে আজিজুরের কাছে থাকা নগদ ১২হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয় এবং বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে মামলা বিবরণে উল্লেখ করা হয়েছে৷
স্থানীয়রা আহত আজিজুরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷
আজিজুর রহমান যশোর জেলা মানবাধিকার কমিটির সাংগঠনিক সম্পাদক৷
উল্লেখিত ঘটনায় আজিজুর রহমানের স্ত্রী আনোয়ার খাতুন বাদী হয়ে শফিকুলের নামে মণিরামপুর থানায় মামলা করেছে৷ যার নং- ৩৬৷ তাং- ২৯/৩/১৮ ইং৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here