রাজগঞ্জে স্বামীর স্বীকৃতি পাওয়া দাবিতে স্বামীর বাড়ীতে স্ত্রীর অবস্থান

0
391

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে স্বামীর স্বীকৃতি পাওয়া দাবিতে স্বামীর বাড়ীতে অবস্থান নিলেও স্বীকৃতি পাইনি স্ত্রী রিয়া খাতুন নামের এক নবম শ্রেণির ছাত্রী৷ অবশেষে স্বামী পক্ষ তাকে বাড়ী থেকে বের করে দিলে ওই রাতেই থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়৷ পরদিন সকালে উভয় পক্ষ থানায় হাজির হয়ে স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসা করে নেওয়া হবে এই মর্মে একটি লিখিত দিয়ে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসে৷
জানা গেছে, গত রোববার (১৮ নভেম্বর) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রিয়া খাতুন পার্শ্ববর্তী রামনাথপুর গ্রামের শরিফ আজম খানের ছেলে শাহারিয়ার মারুফের বাড়ীতে স্বামীর স্বীকৃতির দাবিতে অবস্থান নেয়৷ সে সময় শাহারিয়ার মারুফ বাড়ীতে ছিলো না৷ কিন্তু মেয়ের অবস্থান চলতে থাকে৷ এক পর্যায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হলে শাহারিয়ার মারুফের সাথে রিয়া খাতুনের গত আগস্ট মাসের দুই তারিখে তাদের বিয়ে হয়েছে এর নিকাহনামা দেখায় মেয়ে পক্ষের লোকজন৷ পরে সেখান থেকে তারা ফিরে যায়৷ তার বাড়ীতে অবস্থানে থাকাকালিন সময়ে ছেলের বড় ভাই রাজু ও তার পরিবারের লোকজন বাড়ী থেকে বের তাকে করে রাস্তায় উপর উঠিয়ে দেয়৷ সেখানে সে রাত ১১টা পর্যন্ত অবস্থানে থাকাকালিন মণিরামপুর থানা পুলিশ খবর পেয়ে মেয়েটিকে রাস্তার উপর থেকে উদ্ধার করে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here