রাজগঞ্জ অঞ্চলে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লাইসেন্সবিহীন ওষুধের দোকান

0
550

উত্তম চক্তবর্তী : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শতাধিক ওষুধের দোকান। ওষুধ প্রশাসনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে পাড়া-মহল্লায় অনেকেই ওষুধ বিক্রির ব্যবসা করছেন। এ সব ফার্মেসি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই এন্টিবায়োটিক, নিষিদ্ধ, ভারতীয়, নকল, মেয়াদোত্তীর্ণ নানা প্রকার ওষুধ বিক্রি করছে। উপজেলার রাজগঞ্জ অঞ্চলে শতাধিক ওষুধের দোকান থাকলেও ওষুধের দোকানের সংখ্যা নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। ওষুধ ব্যবসায়ীরা বলছেন, লাইসেন্স পাওয়ার জন্য নানা প্রকার হয়রানির শিকার হতে হয়। অভিযোগ রয়েছে, ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ তোয়াক্কা না করে উপজেলার অধিকাংশ ফার্মেসি চলছে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই। কিন্তু ওষুধ প্রশাসনের এই বিজ্ঞপ্তিকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে উপজেলার দোকানে অবাধে বিক্রি হচ্ছে এ সব নিষিদ্ধ ওষুধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here