রাজগঞ্জ অঞ্চলে পানের দাম বেড়েছে অস্বাভাবিক,ভোক্তারা পড়েছেন বিপাকে

0
579

উত্তম চক্তবর্তী:যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে হঠাৎ করেই পানের দাম বেড়ে গেছে।
উপজেলার রাজগঞ্জের মানুষদের কাছে অতি পরিচিত ও প্রিয় খাবার পান ৷ প্রতিদিন সকালে নাস্তা ও দুপুরে ভাতসহ যেকোন খাবারের পরে পান না খেলে মানুষ যেন অস্বস্তিতে ভোগেন ৷ আবার অনেকে শখ করেও পান খেয়ে থাকেন ৷ এ অঞ্চলে কোন বাড়িতে অতিথি এলে কমপক্ষে পান দিয়ে তাকে আপ্যায়ন করা হয় ৷ সেই পান বাজারে হঠাৎ করে যেন আগুন লেগেছে ৷ পানের দাম বৃদ্ধির আকস্মিকতায় ভোক্তারা পড়েছেন বিপাকে ৷ গতকাল স্থানীয় রাজার ঘুরে দেখা যায়, খুবছোট পান এক পোন (৮০টিপান) বিক্রি হচ্ছে ১শ ৩০ টাকা থেকে ১৮০ টাকায় ৷ একটু বড় ভাল মানের পান বিক্রি হচ্ছে ২৮০ টাকা থেকে ৩২০ টাকায় ৷ খালিপান দোকানগুলিতে ছোট পান বিক্রি হচ্ছে প্রতিটি ৫ টাকা দরে ৷ অনেক দোকানদার পানের দাম বাড়ায় খিলিপান বিক্রি বন্ধ করে দিয়েছেন ৷ উপজেলার পারখাজুরা গ্রামের পানের বরজ মালিক জানান, এবার ঘন কুয়াশার কারণে পানের বরজে ছাত্রাকের আক্রমন বেশি হওয়ায় পান নষ্ট হয়ে গিয়েছে ৷ পানের উৎপাদন কম হওয়ায় বাজারে তার প্রভাব পড়েছে ৷ তিনি জানান, উপজেলার রাজগঞ্জের অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার পোন পান ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় ৷ ফলে এই বাজার ধরে রাখতে গিয়ে স্থানীয় বাজারে পান সরবরাহ কমে গেছে ৷ মূল্য বৃদ্ধির এটিও একটি অন্যতম কারণ ৷ তিনি আরো জানান, পানের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে খিলিপান বিক্রি অনেক কমে গেছে এবং অনেক খিলিপান দোকানে বিক্রি বন্ধ হয়ে গেছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here