রাজগঞ্জ অঞ্চলে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতংকে শিক্ষার্থীরা

0
372

উওম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েই চলেছে৷ কুকুরের এমন উৎপাতে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়লেও এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো পদক্ষেপ নেই৷কুকুরের উৎপাতে অতিষ্ঠ লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে৷ বাজারের বিভিন্ন অলি-গলিতে দিন-রাত বেওয়ারিশ কুকুরের উৎপাত ব্যাপক লক্ষ্য করা গেছে৷ বাজার এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাতে, ভয়ে ভয়ে চলাফেরা করতে হচ্ছে৷ ভুক্তভোগিরা বলেন, সব সময় রাজগঞ্জ বাজার এলাকার রাস্তাসহ বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা যায়৷ রাজগঞ্জে স্কুল, মাদ্রাসা, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাজারমুখি হওয়ায় কুকুরে কামড়ানোর আতংক নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা বাজার পার হয়ে থাকে৷ অনেক সময় একা একা পথ চলতেও ভয় পাই অনেকে৷ ফলে আতংক দেখা দিয়েছে লোকজনদের মাঝে৷
দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থীরা কুকুর দেখলেই কামড়ানোর ভয়ে ছুটা-ছুটি করতে থাকে৷ সম্প্রতি একটি হন্যে কুকুরের কামড়ে রাজগঞ্জে শিশুসহ ৭/৮ জন আহত হয়৷ রাজগঞ্জ বাজার এলাকায় এক শিশু কুকুরের কামড়ে জলাতংক রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে৷
স্থানীয়রা জানান, সরকারি ভাবে রাজগঞ্জে কখনো বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়নি৷ এজন্য কুকুরের উৎপাত ব্যাপক হারে বেড়েছে৷ উপজেলার চালুয়াহাটী ও ঝাঁপা ইউনিয়নের মাঝামাঝি স্থানে রাজগঞ্জ বাজার অবস্থিত৷ তাই বিষয়টির দিকে নজর দিতে উল্লেখিত দুই ইউপি চেয়ারম্যানসহ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে রাজগঞ্জবাসী৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here