রাজগঞ্জ অঞ্চলে ব্যাপক ভাবে গরু/ছাগল খুরা রোগে আক্রান্ত হচ্ছে, এক সপ্তাহে ৭টি গরু ও ১০টি ছাগলের মৃত্যু

0
853

উত্তম চক্রবর্ত্তী : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গরু,ছাগলের ব্যাপক ভাবে খুরা ও জ¦রা রোগ দেখা দিয়েছে। এ রোগে গত এক সপ্তাহে ৭টি গরু ও ১০ টি ছাগল মারা গেছে। এ এলাকার শুধূ মাত্র একটি পাড়ায় এ রোগে আক্রান্ত হয়েছে ২২টি গরু ও ১৫টি ছাগল ।
খোজ খবর নিয়ে দেখা গেছে, গত রবিবার উপজেলার রাজগঞ্জ এলাকার হানুয়ার গ্রামের মিজানুর ঢালীর প্রায় ৭০ হাজার টাকা র্মুল্যের একটি এড়ে গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঐ দিনে একই গ্রামের জামাল ও তবিবর মাষ্টারের ২টি গরু মারা গেছে। এ ছাড়া গত শনিবার হানুয়ার বাগেরালী পাড়ার মুকুল ও নুর আলীর ২টি গরু মারা গেছে। এর কিছুদিন পূর্বে হানুয়ার ঋষি পাড়ার গনেশের ১টি গাভী গরু মারা গেছে। রাজগঞ্জ বাজারের হোটেল মালিক টিপু সুলতানের ১টি বাছুর মারা গেছে। আক্রান্ত হয়েছে হানুয়ার গ্রামের আতিয়ারের ৪টি, নুরু সরদারের ৪টি , আজিজুর এর ২টি, আশিকুরের ১টি, কামরুলের ২টি, দাউদের ২টি, লুৎফরের ২টি ,তবিবরের ১টি, আবুলের ১টি, নুর আলীল ১টি। দোদাড়িয়া গ্রামের আলী কদরের ২টিসহ নাম না জানা আরো অনেকেরই গরু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। একই রোগে গত রবিবার হানুয়ার গ্রামের বিল্পব, ছালাম, লুৎফর ও মাহাবুর, টগর, সজীব, শরিফুল, রাব্বী, ওসমান এর ২টি সহ ১০টি ছাগল মারা গেছে। আক্রান্ত হয়েছে, হানুয়ার গ্রামের বিল্পবের ৬টি, সালামের ১টি, কামালের ৩টি, রেজাউলের ১টি, াহাবুরের ২টি, শরিফুলের ২টিসহ ১৫টি ছাগল আক্রান্ত হয়েছে। । এদিকে প্রানী সম্পদ অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত কোন কর্মকর্তাদের দেখা মিলছেনা বলে গরু,ছাগল পালনকারী কৃষকরা জানিয়েছে। এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে খোজ খবর নিয়ে জানা গেছে, এ রোগের লক্ষন হচ্ছে, গরু ছাগলের প্রথমে গলার ভিতরে বা জিব্বায় ও পায়ে ঘা এবং প্রচন্ড জ¦র। যার কারনে আক্রান্ত গরু,ছাগলে খাওয়া বন্ধ করে দিচ্ছে। ফলে পশু পালনকারীরা আতঙ্কে ছুটা ছুটি করে গ্রামের অনাভিজ্ঞ পশু চিকিৎসকদের কাছে দৌড়াচ্ছে। চিকিৎসকরা এসে জ¦রের জন্য কিছু ভ্যাটেনারী ট্যাবলেট ও গালে সোহাগা এবং পায়ে জহরমনির পাতা ও বেলের পাতা বেটে জাব লাগানোর পরামর্শ দিচ্ছে। এদিকে রাজগঞ্জের প্রানী সম্পদ উপকেন্দের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এ রোগে আক্রান্ত হওয়ার পূর্বে এফ এম ডি ভ্যাকসিন দিলে রোগের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। সরকারী ভাবে এ রোগের ভ্যাকসিন গ্রামে যেয়ে দেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন একটি ছেলে এ প্রজেক্ট ভ্যাকসিনের কাজ করে থাকে। এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড: আবু জরসিদ্দিকীর ০১৭১২-৯৩৮৪৫৪ নম্বর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, শুনেছি মণিরামপুর উপজেলার বিভিন্ এলাকায় গরু/ছাগলের জ¦রা/খুরা রোগ দেখা দিয়েছে। তবে কেউ তাকে জানালে সেখানে গিয়ে দেখবেন। তিনি আরো বলেন, রাজগঞ্জ প্রানী সম্পদ কেন্দ্রে দায়িত্বে আছেন নুরুল ইসলাম নামের এক কর্মকর্তা তাকে জানালে সব ব্যবস্থা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here