রাজগঞ্জ বাজারে শীতকালিন সবজির দাম বৃদ্ধি, কিনতে হিমশিম খাচ্ছে অল্প আয়ের মানুষ

0
471

উত্তম চক্তবর্তী : যশোরের রাজগঞ্জ বাজারে শীতকালীন সবজির দাম বৃদ্ধি পেয়েছে৷ এলাকার দরিদ্র মানুষেরা সবজি কিনতে চরম হিমশিম খাচ্ছে৷
বৃহস্পতিবার বাজারে ঘুরে দেখা গেছে, শীতের ভরা মওসুমে বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা সকল প্রকার সবজির দাম আগুন হয়ে রয়েছে৷ তবে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে৷ বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়৷ এছাড়া বাজারে শীতকালিন সবজি বেগুন, শিম, ফুলকপি, ওলকপি, টমেটো এবং মরিচ সহ অন্যান্য সবজির দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুন হয়েছে৷ বেগুন গত সপ্তাহে প্রতিকেজি ছিলো ২৫ টাকা, বর্তমান ৪৫ টাকা, ফুলকপি প্রতিকেজি ২০ টাকা থেকে বর্তমান ৪০ টাকা, ওলকপি ২০ টাকা থেকে বর্তমান ৩০ টাকা, টমেটো ৩০ টাকা থেকে ৫০ টাকা, শিম ২০ টাকা থেকে বর্তমান ৩৫/৪০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা থেকে বর্তমান ৮০ টাকা, আলু নতুন ২৫ টাকা, পুরাতন ১৮ টাকা, ডাটা প্রতিকেজি ২৫ টাকা, পেঁপে প্রতিকেজি ১৫/২০ টাকা, পটল প্রতিকেজি ৬০ টাকা, মেটে আলু প্রতিকেজি ৪০ টাকা, পুঁইশাক প্রতিকেজি ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, মেচুড়ী প্রতিকেজি ৪০ টাকা, বাধাঁ কপি ১২ টাকা প্রতিকেজি, গাজর প্রতিকেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মূলা, পালংশাক, লাল শাক, সবুজশাক ও লাউয়ের মূল্য স্বাভাবিক রয়েছে৷
এদিকে, বর্তমান বাজারে সবজির মূল্য নিয়ে চিন্তিত অল্প আয়ের খেটে খাওয়া মানুষের৷ তারা সারাদিন কাজ করে যে টাকা আয় করে তা দিয়ে চাল, তেল কিনে সবজির বাজারে যেয়ে চাহিদা মতো কিনতে পারছে না বললেন অনেকেই৷ অল্প আয়ের মানুষের দাবি, এখন শীতকাল সবজির দাম থাকবে সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে৷ কিন্তু এখন প্রত্যেক সবজির দাম ডবল৷ বাজারে সবজির দাম বৃদ্ধির ব্যাপারে সরকারি বেসরকারি চাকরীজিবিদের জন্য কোন অসুবিধা না হলেও চরম হতাশায় রয়েছে খেটে মানুষেরা৷
খুচরা সবজি বিক্রেতা মফিজুর রহমান বলেন, বর্তমান পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কেনা পড়ছে৷ যে ভাবে কিনছি, সেই ভাবেই বিক্রি করছি৷ তবে অন্য বছরের তুলনায় এবছর শীতকালিন সবজির দাম একটু বেশি৷ একথা মানতে নারাজ রাজগঞ্জ বাজারে সবজি বিক্রি করতে আসা খেতোয়াল রাজগঞ্জের শাহপুর গ্রামের মোশাররফ হোসেন, তিনি বলেন, বর্তমান চাষ কাজে লাভ করা খুব কঠিন ব্যাপার৷ বাজারে সবজির দাম পাচ্ছি ভালোই৷ কিন্তু খচরও তো কম নয়৷ এখন শ্রমিকের দাম, সার, কীটনাশকের দাম অনেক বেশি৷ সেই তুলনাই লাভ কম৷
এদিকে কৃষকদের কথা বিশ্বাস করতে চাইছেনা রাজগঞ্জ বাজারে সবজি কিনতে আসা শ্রমজীবি খেটে খাওয়া অল্প আয়ের মানুষেরা৷ তাদের দাবি, কৃষক এবং ব্যাবসায়ী উভয়মিলে বাজারে সবজির দাম বৃদ্ধির জন্য দায়ি৷ এজন্য বর্তমান সফল আওয়ামী লীগ সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here