রাজগঞ্জ বাজারে ৩ঘন্টার তীব্র যানজটে কারনে ব্যাবসায়ীরা বিপাকে

0
447

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মেইন সড়কে ৩ ঘন্টার তীব্র যানজটের কবলে পড়ে৷ যানজটের প্রভাবে সাধারন মানুষ, বাজারের দোকানদার, ঝাঁপা বাওড়ের দুটি ভাসমান সেতু দেখতে আশা দর্শনার্থীদের যাতায়াতের জন্য ৩ ঘন্টা চরম ভোগান্তিতে পড়েতে হয়েছে৷
সরেজমিনে দেখা যায়, রাজগঞ্জ বাজারের চৌরস্তার মোড় থেকে সড়কের তিনদিকে প্রায় ১ কিলোমিটার রাস্তা জাম থাকায় ৩ ঘন্টা যাবত তীব্র যানজটের সৃষ্টি হয়৷
সাধারন মানুষ ক্ষোভে জানায়, বাজারের চৌরাস্তা মেইন সড়কের মোড়ে রাস্তার উপর (সরকারী জয়গায়) দোকান ঘর এবং মোড়ের চার পাশে মটরসাইকেল স্টান্ট, টেগার স্টান্ট, মহিন্দ্রের স্টান্ট ও বৃহত্তম ঝাঁপা বাওড়ে দুটি ভাসমান সেতু দেখতে আশা দর্শনার্থীদের করনে এই যানজটের সৃষ্টি৷
এদিকে তীব্র যানজট নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসনের কোন হস্তক্ষেপ না থাকায় এরিপোট লেখা পর্যন্ত বাজারের তিনটি সড়কে তীব্র যানজটের কবলে ছিলো ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here