রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান

0
510

উত্তম চক্রবর্ত্তী : দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ১৫তম বার্ষিক অনুষ্ঠান আগামী ২রা ফাল্গুন রোজ বুধবার রাতে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩রা ফাল্গুন বৃহস্পতিবার সন্ধ্যায় শুভলগ্নে শ্রীমদভাগবত পাঠ ভগবত অন্তে শুভ গন্ধাধিবাস। অধিবাস কীর্তন ঃ রূপসনাতন সম্প্রদায়, ডুমুরিয়া। ৪ঠা ফাল্গুন রোজ শুক্রবার অরুণোদয়। ৫ই ফাল্গুন রোজ শনিবার ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান। ৬ই ফাল্গুন রোজ রবিবার সকালে পদাবলী কীর্তন মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। অধিবাসের দিনে সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন ঃ শ্রী প্রশান্ত আত্মা বসু, যশোর। মহানাম সুধা পরিবেশন করবেন গৌরাঙ্গ সম্প্রদায়, সাতক্ষীরা। পাগল ভোলা সম্প্রদায়, আশাসুনী। আদি ভক্ত মিলন সম্প্রদায়, যশোর। আদি কালীমাতা সম্প্রদায়, ঝিনাইদহ। কৃষ্ণ কিশর সম্প্রদায়, কপিলমুনি। ভক্ত মিলন সম্প্রদায়, মণিরামপুর। শ্রী চৈতান্য অধিকারী (উত্তম) মোবারকপুর। পদবলী কীর্তন পরিবেশন করবেন রাধা গোবিন্দ সম্প্রদায়, লেবুগাতি। সার্বিক পরিচালনায়: রামপুর, রাজবাড়ী, কোমলপুর, চালুয়াহাটী, ইচানী, লক্ষনপুর, নেংগুড়াহাট, মোবারকপুর, রাজগঞ্জ, রসুলপুর ও ঝাঁপা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here