রাজধানীতে বিএনপির নিরুত্তাপ হরতাল চলছে

0
306

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

রোববার সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়, একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

হরতাল শুরুর চার ঘণ্টার মধ্যে রাজধানীতে কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। রাস্তায় সীমিত আকারে যানবাহনও চলাচল করছে। মালিক সমিতি ঘোষণা দিয়েছে হরতালেও গণপরিবহন চলবে। এখন পর্যন্ত কোথাও পিকেটিং করতে দেখা যায়নি নেতাকর্মীদের।

এদিকে হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার বিএনপি’র হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে। প্রতীকী ইভিএম মেশিন পুড়িয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা।

২০১৫ সালে টানা কয়েক মাস আন্দোলনের পর হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে পিছিয়ে আসে বিএনপি। এমনকি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরেও হরতালের মতো কঠোর কর্মসূচির ডাক দেয়নি দলটি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভরাডুবি সত্ত্বেও হরতাল ডাকেনি বিএনপি।

বেশ কয়েক বছর পর হরতালের রাজনীতিতে ফিরল দেশ। হরতাল ডাকলেও বিএনপির তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে এই হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে।