রাজাকার পুত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0
300

বিশেষ প্রতিনিধি : চাঁদাদাবিসহ কয়েকটি অভিযোগে একজন রাজাকার পুত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন যশোরের বাঘারপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। মঙ্গলবার বাঘারপাড়া চৌরাস্থা মোড়ে সকাল ১১ টা ৪০ মিনিট থেকে ১২ টা ১০ মিনিট পর্যন্ত আধা ঘন্টার এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন,‘ওই রাজাকার পুত্র কয়েকজন মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক কথাবার্তা বলেন। তাদের কাছে অনৈতিক সুবিধা না পেয়ে নানা ভাবে হয়রানি করার হুমকি প্রদান করে সে। যে কারনে তারা পথে নেমে এর প্রতিবাদ করতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান আলী বলেন‘চিহ্নিত এই রাজাকার পুত্র দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা কটুক্তিমূলক কথাবার্তা বলে আসছে। আমরা তার বিরুদ্ধে
দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই’। একই সাথে তিনি বলেন‘আমরা কোন সৎ সাংবাদিক বা কোন মিডিয়ার বিরুদ্ধে মানববন্ধন করছি না। আমাদের দাবি সাংবাদিকতার মহান পেশা থেকে চিহ্নিত রাজাকার পুত্রের অপসারণের দাবী করেন। এসময় মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করেন ওই রাজাকার পুত্র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বাধা সৃষ্টি করে। হাসান আলী ছাড়াও এ মানববন্ধন কর্মসূচি চলাকালিন বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছদর উদ্দিন,আব্দুল আজিজ,আব্দুস সালেক মাস্টার প্রমূখ। এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক মুক্তিযোদ্ধা ও অর্ধশত মুক্তিযোদ্ধার সন্তানেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here