রাজ্জাক কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
525

নিজস্ব প্রতিবেদক:নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগমনে মুখরিত হওয়ার মধ্যে দিয়ে গতকাল উৎসবমুখর পরিবেশে যশোর ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে।নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাসের পাশাপাশি কলেজটিতে হয়েছে নবীনবরণ।একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসের পর পরই কলেজে আলোচনা,ফুল দিয়ে বরণ,মিষ্টিমুখ ও নাচ-গানের মাধ্যমে কেটেছে কলেজের প্রথম দিন।
যশোরে স্বনামধন্য বেসরকারি ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে নতুনদের আগমনে মুখরিত হয়েছে ক্যাম্পাস।নবীনদের স্বাগত জানাতে নতুন সাজে সজ্জিত হয় কলেজটি।তাদের সবার একটিই উদ্দেশ্য ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনদের বরণ করে নেওয়া।
ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এ দিন নতুন বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ,মিস্টি মুখ ও নেচে গেয়ে মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান করেছে কলেজ কর্তপক্ষ।কলেজটির অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজা।এ সময় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনজুরুল ইসলাম,গর্ভনিং বডির সদস্য আব্দুল মতলেব বাবু,মামুনুর রশিদ,আনিসুর রহমান আব্দুর গফুর।শিক্ষক প্রতিনিধি শাহানাজ পারভীন,রুমি আক্তার।এসময় নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মিনাত বুশরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here