রাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা (ভিডিও)

0
419

ঢাবি প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বুয়েটের সামনের সড়ক প্রদক্ষিণ করেন।

সন্ধ্যা ৬টা থেকে বুয়েটের সামনে শহীদ মিনারের কাছে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা পলাশী থেকে বকশীবাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এখন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী বায়োমেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র বাসু দেব বলেন, আমাদের ছোট ভাইদের ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি।

বুয়েটের শিক্ষার্থীরা সড়কে মোমবাতি জ্বালিয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদ করছে। এ সময় তারা আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারী শিক্ষারর্থীরা ‘ স্কুল ড্রেসে রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, আমার ভাইকে মারল কেন প্রশাসন জবাব চাই’। শেষ খবর পাওয়া পর্যন্ত এমন বিভিন্ন ধরনের স্লোগানে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here