রানিকে মিথ্যা বলিনি: বরিস জনসন

0
316

ম্যাগপাই নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে পার্লামেন্ট স্থগিতের বিষয়ে রানিকে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, রানিকে বিভ্রান্ত করার প্রশ্নই ওঠে না। স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানী আদালত জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার পর তিনি এ বিষয়ে মুখ খুললেন। খবর সিএনএন’র।

এর আগে গত মঙ্গলবার এমপি’দের অভিনব প্রতিবাদে নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট পাঁচ সপ্তাহের জন্য স্থগিত হয়। আগামী ১৪ অক্টোবর নতুন অধিবেশন শুরু হবে। নতুন অধিবেশন শুরুর পর এমপি’রা আবারো ব্রেক্সিট নিয়ে আলোচনার অনেক সময় পাবেন।

ব্রেক্সট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন।
উল্লেখ্য, আদালতের রায়ের পর জনসন রানির কাছে মিথ্যা বলে পার্লামেন্ট স্থগিত করিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধিরা। যুক্তরাজ্যে রানি পার্লামেন্ট অধিবেশন স্থগিত করার ক্ষমতা রাখেন। তবে প্রথাগতভাবে প্রধানমন্ত্রীকে সে ব্যাপারে যৌক্তিক কারণ ব্যাখ্যা করে পার্লামেন্ট স্থগিতের অনুরোধ করতে হয়। বরিস যে কারণ দেখিয়ে রানিকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন তা ‘মিথ্যা’ নাকি সত্য ছিল সেই বিতর্ক এখন তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here