রাবির ভর্তি পরীক্ষায় থাকছে ডিপ্লোমাধারীদের বসার সুযোগ

0
200

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১ম বর্ষ ¯œাতক ভর্তি পরীক্ষায় পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তিতে আংশিক সংযোজনী আনা হয়েছে। এর ফলে ২০১৯-২০২০ সেশনের ভর্তি পরীক্ষায় সুযোগ পাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও। তারা সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য অবশ্যই ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এছাড়া পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্তাবলী বলবৎ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক ও ভর্তি পরীক্ষা ঊপ-কমিটির সদস্য অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, মাননীয় শিক্ষা মন্ত্রীর পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে উপ-কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্তটি নেয়া হয়। এটি একটি আংশিক সংযোজনী । এছাড়া পূর্বের সব নিয়মাবলী বলবৎ থাকছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২০,২১,২২ অক্টোবর অনুুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here