রায়ের দিন নাশকতা ঠেকাতে ১৫ হাজার গজারি লাঠি’

0
377

বিশেষ প্রতিনিধি : আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের দিন কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তা প্রতিরোধে ১৫ হাজার গজারি লাঠি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার রাজধানীতে ঢাকা পরিবহন মালিক সমিতির উদ্যোগে রাজউক এভিউনয়ে বিআরটিসি ভবনের সভাকক্ষে আয়োজিত মালিক-শ্রমিক যৌথ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিএনপি নেতাদের গর্জনে নাশকতার আশঙ্কা করছি উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘রায়কে ঘিরে যদি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করা হয় তবে মালিক শ্রমিক মিলে গজারি লাঠি দিয়ে তার জবাব দেয়া হবে।’

রায়ের দিন নাশকতা এড়াতে রাজধানীর গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিক অবস্থান নেবেন বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

আমরা নিরস্ত্র কিন্তু অন্যায় করলে তা সহ্য করব না হুঁশিয়ারি করে এনায়েত উল্যাহ বলেন, ‘সেই দিন রাজধানীর চারটি পয়েন্টে গাড়ি রাখা হবে এবং সেখানে গজারি নিয়ে পাহারায় থাকবে ১৫ হাজার মালিক শ্রমিক। যদি কেউ নাশকতা করে তার সমুচিত জবাব দেয়া হবে।’

একই সঙ্গে রায়ের দিন সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রাখারও ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here