রুশ উড়োজাহাজ বিধ্বস্ত, ৭১ আরোহীর সবাই নিহত

0
413

ম্যাগপাই নিউজ ডেস্ক : ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে রোববার রাশিয়ার একটি এন-১৪৮ আন্তোনভ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউই বেঁচে নেই।

সারাতভ এয়ারলাইন্স পরিচালিত বৃহদাকায় এই মালবাহী উড়োজাহাজটি রাশিয়ার রাজধানী মস্কোর দোমোদেদোভো এয়ারপোর্ট থেকে আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে রুশ বার্তা সংস্থা আরটি নিউজ জানায়।

উড়োজাহাজটি মস্কো থেকে পাশ্ববর্তী রাষ্ট্র কাজাখস্তান সীমান্তের কাছের অরস্ক শহরে যাচ্ছিল।

রুশ জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি নিউজ ও ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, ‘‘উড়োজাহাজটি মস্কো এলাকাধীন আরগুনোভো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। আরোহীদের কারোরই বেঁচে থাকার কোনো আশা একেবারেই নেই।’’

জরুরি মন্ত্রণালয় এ মুহূর্তে এ বিষয়ে পাওয়া প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে দেখছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ার আগে তারা উড়োজাহাজটিতে আগুন ধরে যেতে দেখেছেন।

দুর্ঘটনার কারণ জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here