রেলসেতু মেরামত সম্পন্ন, ট্রেন চলাচল স্বাভাবিক

0
396

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌলী নদীর উপর রেলসেতুর ধসে যাওয়া অংশের মেরামত কাজ শেষে হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শেষ হয়।

বিকাল ৪টার দিকে মেরামতের পর মালামাল বহনকারী একটি ট্রেন পরীক্ষামূলকভাবে ব্রিজের এপার-ওপার করেছে। এর পর বিকেল ৫টা ২৫ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেন সেতুটি অতিক্রম করে।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, প্রথমে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। সামান্য কিছু ত্রুটি ছিল তা দ্রুত মেরামত করা হয়েছে। বিকেল ৫টা ২৫ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেন সেতুটি অতিক্রম করেছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার সকাল ৬টায় পৌলী সেতুর এপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় সকাল ১০টা থেকে। মেরামত কাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুর থেকে আসা প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন হতে প্রায় ৫ কিলোমিটার দূরে পৌলী সেতুর উপর রবিবার সকাল ৬টার দিকে রেলসেতুর এপ্রোচ মাটি সরে যেতে দেখে স্থানীয়রা। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here