রোটারী ক্লাব আলোকিত ঢাকার উদ্যোগ যশোরের কাজীপুর গ্রামের ১০ নারী পেলেন সেলাই মেশিন

0
304

নিজস্ব প্রতিবেদক : যশোরের কাজীপুর গ্রামের দশজন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করেছে রোটারী ক্লাব অব আলোকিত ঢাকা। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট রুবায়েত হোসেন।
যশোরের কাজীপুর গ্রামের সন্তান সাহেব আলী রাজু রোটারী ক্লাব আলোকিত ঢাকার প্রেসিডেন্ট নমিনী। তার সহযোগিতায় ক্লাবের উদ্যোগে কাজীপুর গ্রামের গরীব নারীদের মাঝে সেলাই মেশিন প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়। এরই প্রথম পর্যায়ে গ্রামের ১০ জন নারীকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। এরপর তাদের হাতে এদিন তুলে দেয়া হয় ১০টি সেলাই মেশিন।
এ উপলক্ষে কাজীপুর গ্রামে সাহেব আলী রাজুর বাড়ির উঠানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট রুবায়েত হোসেন। সভাপতিত্ব করেন আলোকিত ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ তসলিম আহমেদ খান। পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আকতারুজ্জামানের সঞ্চালনায় আলোচনা করেন ডিস্ট্রিক এডিশনাল ট্রেইনার টিআইএম নূরুল কবীর, পিডিআরআর আশরাফুজ্জামান নান্নু, ক্লাব সেক্রেটারি আসাদুজ্জামান ফেরদৌস, ট্রেজারার এখলাছ উদ্দীন ভুঁইয়া লিটন, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজনিন নাহার, যুবলীগ নেতা শেখ আলাউদ্দীন মুকুল, সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট কাজী শাহেদুচ্ছালাম, ইস্ট ক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত কুমার বিশ্বাস, অ্যাড. ওমর ফারুক প্রমুখ।