রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
440

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রিয়াল অ্যাডমিরাল খোরশেদ আলমের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে। ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) উল্লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের দেশে প্রবেশেও বিধি-নিষেধ শিথিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সতর্ক থাকারও কথা বলা হয়েছে বিজিবিকে। টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের আপাতত জায়গা করে দেওয়ার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

একইসঙ্গে ওইসব এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু সতর্ক অবস্থানে থাকার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। আশ্রয় নিয়ে তারা যাতে কোনো অপকর্মের সঙ্গে জড়াতে না পারে, সেদিকটা বিশেষ নজরে রাখতে হবে।

সূত্র জানায়, গণভবনের ওই বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে সমাধানের ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। দেশটির সঙ্গে কো-অপারেটিভ ওয়েতে আলোচনা চালাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here