রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন যোগ হচ্ছে ৬০ নবজাতক

0
279

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ থেকে ১৬ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছে। তাদের মধ্যে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী সন্তানের জন্ম দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং কক্সবাজার সিভিল সার্জন অফিস জানিয়েছে, সন্তানসম্ভবা নারীদের জন্য বিনা খরচে অ্যাম্বুলেন্সসহ সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে জানা গেছে, গত ২৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া ও টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছেন তিন হাজার ১৪ জন রোহিঙ্গা। এখনও ২০০ রোহিঙ্গার এসব হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ ডায়রিয়া ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here