রোহিঙ্গা পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ৬টি দেশ ও ৪টি দাতা সংস্থা

0
442

ম্যাগপাই নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাংকের সদ্য সমাপ্ত বসন্তকালীন সভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আয়োজিত বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত এক সভায় ৬টি দেশ ও ৪টি দাতা সংস্থা রোহিঙ্গা পুনর্বাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ বিদ্যমান আর্থিক সহায়তার অতিরিক্ত বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী এএমএ মুহিত রোহিঙ্গা সংকট সম্পর্কে দাতা দেশ ও সংস্থাগুলোকে অবহিত করেন এবং রোহিঙ্গাদের পুনর্বাসনে সহযোগিতা কামনা করেন। এতে ওই দেশ ও দাতা সংস্থাগুলো অর্থের আশ্বাস দিলেও কতো অর্থ আদতে পাওয়া যাবে তা ঢাকায় কর্মকর্তারা জানাতে পারেনি। তবে সুইডেন বৈঠকেই ১৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা দেয় বলে জানা গেছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যেই সহায়তার অর্থ পাওয়া যাবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here