রোহিঙ্গা মানেই সন্ত্রাসী নয়, দিল্লিকে তোপ মমতার

0
308

ম্যাগপাই নিউজ ডেস্ক : ভারত সরকারের পক্ষ থেকে ‘রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলা হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটিকে স্বাভাবিক ভাবে দেখছেন। তিনি বলছেন, রোহিঙ্গা মানেই সন্ত্রাসী নয়।

সব সাধারণ মানুষ জঙ্গি নয়। সোমবার রাজ্যের প্রশাসনিক দফতর ‘নবান্ন’তে আয়োজিত সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন।
এসম তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমি কিছু বলবো না। সুপ্রিম কোর্টে মামলা চলছে। এটা নিয়ে এখন আমার কথা বলা উচিত নয়। কেন্দ্রীয় সরকার আমাকে বলেছে, যেসব রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তাদের পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি, সব সাধারণ মানুষ জঙ্গি নয়। কেউ কেউ জঙ্গি হতে পারে। জঙ্গিদের জঙ্গি হিসেবে দেখা হোক। জঙ্গিদের সঙ্গে সাধারণ মানুষের একটা পার্থক্য আছে। প্রত্যেক সম্প্রদায়ে কিছু খারাপ মানুষ থাকে, আবার ভালো মানুষও থাকে।

মমতা স্পষ্ট করে বলেন, আমরা মানুষ, আমাদের কাছে মানবিকতার বিষয়টাও আছে। সেটাও ভেবে দেখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here