রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ রাষ্ট্রসংঘ ?

0
308

নিউইয়র্ক প্রতিনিধি :  হল না কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত৷ মেলেনি তেমন কোনও প্রস্তাব৷ ফলে রোহিঙ্গা সংকটের জট রেখেই শেষ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সভার বিশেষ বিতর্ক৷ বৃহস্পতিবার এই বিতর্কে যথারীতি মায়ানমারের পাশেই দাঁড়াল নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য দেশে রাশিয়া ও চিন৷ তাদের বিরোধিতায় কোনওভাবেই মায়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে না রাষ্ট্রসংঘ৷

অন্যদিকে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বেশিরভাগ সদস্য দেশ৷ অন্যদিকে সমস্যার জন্য মস্কো ও বেজিং একযোগে রোহিঙ্গা জঙ্গিদের দায়ী করে৷ একই অবস্থান মায়ানমার

গত ২৪ অগস্ট রাখাইন প্রদেশের সেনাচৌকিতে প্রথমে হামলা করেছিল রোহিঙ্গা জঙ্গিরা৷ এই দাবি রেখে পাল্টা সেখানে সেনা অভিযান শুরু করেছে মায়ানমার সরকার৷ তারই জেরে পাঁচ লক্ষের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করেছে৷ রাখাইনে অমানুষিক অত্যাচারের অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হচ্ছে মায়ানমার সরকার৷

বিতর্কের শুরুতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস রোহিঙ্গা সমস্যার সমাধানে মায়ানমার সরকারের কাছে ফের আবেদন করেন৷ যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাখাইন প্রদেশে রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের ঢুকতেই দেয়নি মায়ানমার সরকার৷ বিতর্কে অংশ নিয়েছিল দেশটি৷ তাদের তরফে রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here