লেগ আম্পায়ারের সিগন্যালের পরও কেন ‘নো’ নয়, প্রশ্ন তামিমের

0
420

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে যখন জয়ের কাছে বাংলাদেশ তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাঠে। নো বল দেওয়া নিয়ে মাঠে ছড়ায় উত্তেজনা। কিন্তু কেন এই উত্তেজনা? এর ব্যাখ্যা দিয়েছেন তামিম। উদানার দ্বিতীয় বলে নো দেখিয়েছিলেন লেগ আম্পায়ার কিন্তু তাতে সাড়া দেয়নি কেউ। আর এ নিয়েই অভিযোগ করছিল বাংলাদেশ শিবির। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে খেলোয়াড়দের মাঠ ছেড়ে আসতে বলেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে তামিম এর জবাবে বলেন, ‘আমরা দেখেছিলাম লেগ আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়েছিল। সাড়া না পাওয়ায় অভিযোগও করেছি।’ তাই বলে এমনভাবে শেষটা চাননি তামিম। তার মতে শেষটা আরও সুন্দর হতে পারতো, ‘সত্যিই শেষটা ছিল আবেগঘন। আমরাও আরও সুন্দরভাবে এর শেষ করতে পারতাম। তবে এ নিয়ে আর ঝামেলা করতে চাইনি।’

শেষ দিকে উত্তেজনা এমনই পর্যায়ে গিয়েছিল মাঠের বাইরেই বাংলাদেশ শিবিরকে উত্তেজিত দেখা গেছে খুব। যদিও শেষ পর্যন্ত ছয় মেরে জয় নিয়েই নো বোলের আক্ষেপটা ভুলিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here