লোহাগড়ায় আবৃত্তি ও সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

0
389

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দু’দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ইউনিটি কার্যালয়ে আবৃত্তি ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।
রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা বিএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির মহাসচিব হানিফ আলী, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, স্কুলশিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। প্রথমদিনে প্রশিক্ষক ছিলেন দৈনিক যশোর থেকে প্রকাশিত সমাজের কথার বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান এবং একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ফরহাদ খান। সমাপনী দিনে প্রশিক্ষক ছিলেন মাছরাঙা টেলিভিশনের যশোর প্রতিনিধি রাহুল রায়। প্রশিক্ষণে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন অধ্যক্ষ কবি মোশারফ হোসেন মোল্যা, কবি বিএম লিয়াকত হোসেন, কবি কামনা ইসলাম ও শিশুকবি তাজবীদ আলম বাঁধন।
এর আগে গত বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকা থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথমদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, সাংবাদিক নেতা হানিফ আলী, লোহাগড়া থানার এসআই কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা বিএম লিয়াকত হোসেন, রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, শিক্ষক আব্দুল হান্নান, সমাজসেবক মুজিবুর রহমান মুজি।
লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে-আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, কবিতা পাঠ, গান, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, প্রক্ষিণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও কমিটি ঘোষণা।