লোহাগড়ায় আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটুকে দলীয় পদ থেকে স্থায়ী বহিস্কারের সুপারিশ

0
665

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটুর বিরুদ্ধে দুর্নীতি, ভূমি দস্যুতা, দলের নামে চাঁদাবাজী, সরকারি কর্মকর্তাদের কাজে বাঁধা দান, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও শহীদ মিনারের অবমাননা, মাদকের সাথে সংশ্লিষ্টতা, বিএনপি-জামায়াত কর্মীদের লালন-পালন, অবৈধ ভাবে কমিটি গঠনসহ নানাবিধ অভিযোগ এনে তাকে দলীয় পদ থেকে অব্যহতি এবং স্থায়ী বহিস্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জুন) সকাল ১০টায় শহরের জয়পুরস্থ আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান রুনু শিকদারের সভাপতিত্বে দলের কার্য নির্বাহী পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, আজাদ শিকদার, সহ-সভাপতি ফয়জুল হক রোম, মুন্সী আলাউদ্দিন, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ হাই সরদার, দপ্তর সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
এ সব বিষয়ে শনিবার (৯ জুন) দুপুরে শহরের জয়পুরস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হান্নান রুনু শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়জুল হক রোম, মুন্সী আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ হাই সরদার, দপ্তর সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here