লোহাগড়ায় ‘দেশটাকে পরিস্কার করি দিবস’ পালিত

0
440

নিজস্ব প্রতিবেদকঃ ‘চারিদিকে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নড়াইলের লোহাগড়ায় দিবস পালনে পরিচ্ছন্নতার নানা কর্মসূচী পালন করা হয়েছে। শুরুতেই ময়লা অপসারণ র‌্যালী বের করা হয়।
‘পরিবর্তন চাই’ কর্মসূচীর আওতায় সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে ঝাড়– দিয়ে শহর পরিস্কারের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হেসেন ভূইয়া, লক্ষ্মীপাশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, নড়াইলের সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, আতিয়ার রহমান। পরিবর্তন চাই লোহাগড়া উপজেলার সমন্বয়কারী ও লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির। রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক শেখ শাহ আলম, প্রচার-প্রকাশনা সম্পাদক ইমরান হাসান, মহিলা সম্পাদিকা রাবেয়া জাহিদ, দপ্তর সম্পাদক পার্থ চক্রবর্ত্তী, সদস্য বিএম কবির হোসেন, ছদরুল শেখ, আছমা আক্তার সাথী, ফাতেমা খানম, শহিদুল ইসলাম, মোস্তফা কামাল, মনিরুজ্জামান চঞ্চল, মাহফুজুুর রহমান, চায়না দে প্রমুখ। এসএম আলমগীর কবির এর পরিচালনায় উপজেলার কয়েকটি সংগঠনের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক শহরের ১ কিলোমিটার সড়ক পরিচ্ছন্ন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here