লোহাগড়ায় বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী সম্পর্কে কুটুক্তি ॥ ১৬ জনের নামে মামলা

0
551

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুটুক্তি করার অভিযোগে যুবলীগ নেতা সৈয়দ মাসুম রেজা বাদী হয়ে ১৬ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে মিলনের চায়ের দোকানের সামনে স্থানীয় ইউপি মেম্বর মোঃ বুলবুল শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিন সম্পর্কে বিভিন্ন ধরনের অশ্লিল গালিগালাজ ও কুটুক্তি করতে তাকে। এ সময় যুবলীগ নেতা সৈয়দ মাসুম রেজাসহ চায়ের দোকানে উপস্থিত লোকজন এর তীব্র প্রতিবাদ করলে বুলবুল শেখ ক্ষিপ্ত হয়ে তার লোকজনকে খবর দেয়। বুলবুলের লোকজন রামদা, লোহার রড, হাতুড়ি, লাঠি সোঠা নিয়ে উক্ত মিলনের চায়ের দোকানের সামনে এসে প্রতিবাদ কারীদের উপর হামলা চালিয়ে আবুল কালাম, বিপ্লু কাজীসহ তিন-চার জনকে মাটপিট করে আহত করে। এ ঘটনায় গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে সৈয়দ মাসুম রেজা বাদী হয়ে বুলবুলসহ ১৬ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে মামলা রেকর্ড করা হয়েছে, মামলা নং ১৫। তবে এ ব্যাপারে অভিযুক্ত মোঃ বুলবুল শেখ বলেন, পূর্ব শত্রুতার কারণে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি নোয়াগ্রাম ইউনিয়ন আ’লীগের একজন সক্রিয় কর্মী।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here