লোহাগড়ায় মর্ডাণ আবাসিক হোটেলের মালিকসহ ৬ জুয়াড়ি আটক

0
527

নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইলের লোহাগড়ায় মর্ডাণ হোটেলের মালিকসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে নড়াইলের ডিবি পুলিশ ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশের যৌথ অভিযানে উপজেলার লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড সংলগ্ন আলোচিত মর্ডাণ আবাসিক হোটেলের মালিক নুর ইসলামসহ ৬ জুয়াড়িকে হোটেল থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২শ ১০ টাকা, ২ সেট তাস ও দুইটি মাদুর জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে হোটের মালিক নুর ইসলাম (৫৫), শেরপুর জেলার চর শেরপুর গ্রামের মৃত আঃ হাই বক্সের ছেলে সাহেব আলী (৫৫), কুষ্ঠিয়া জেলার গোবরা গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে মাহবুল হক (৪৫), খুলনা দৌলতপুর জেলার দেলিত খালি গ্রামের মৃত আবুল কাশেম মোল্যার ছেলে শরিফুল ইসলাম (৩২), মাগুরা জেলার মন্ডল গাতি গ্রামের মমিন উদ্দিন শেখের ছেলে আবুল বাসার শেখ (৪২) ও যশোর জেলার শিকারপুর গ্রামের আঃ ছালাম এর ছেলে লিটন হোসেন (৩৫)। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ মর্ডাণ আবাসিক হোটেলের মালিক চতুর নূর ইসলামের ছত্রছায়ায় জুয়াসহ অনৈতিক কার্মকান্ড পরিচালিত হয়ে আসছে। সচেতন মহলের দাবি এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জুয়াড়ি আটকের বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here